Monday, July 30, 2018

ত্রিমাত্রিক বন্ধনে


কখনও কোনো এক অন্য ত্রিমাত্রিক বন্ধনে
যদি ছুঁয়ে দি, যদি বিন্দু বিন্দু মিলে যায় অন্য এক জ্যামিতিক আকারে
যদি নীলে মিশে যায় নীল, শব্দের কম্পাঙ্ক খুঁজে ফেরে নষ্ট সাইন কার্ভ
যেখানে সময় শিশিরের মত জমা হয় ডাক বাক্সের খাঁজ বেয়ে,
যেখানে সিঁড়ির ঘরে লুকোলে বাজে নিঝুম স্বপ্নের সুর,
সেখানে যদি খুলে দি তোর বাঁধন, যদি চুঁইয়ে পড়ি তোর ঘাড় চুল ঠোঁট বেয়ে।
তুই না করতে পারবি না, তুই হ্যাঁ করতে পারবি না...
শুনতে পাবিনা তোর নিজের ধুকপুকুনি, বলবোনা আমি কিছু তোকে।
শুধু বয়ে যাবো তোর গাল-গলা-বুক বেয়ে।

No comments:

Post a Comment

কুলের আচার ও পুরাতনী চিঠি

 মনে করুন, এভাবেই সময় চলছে... তাতে তো আর জীবন কাকু থেমে থাকবে না। এগিয়েই যাবে। মনে করুন এরকম ভাবেই ২০২৫ এর বসন্ত এসে গেছে, এভাবেই ঘরে বসে কা...