Saturday, August 15, 2020

কুলের আচার ও পুরাতনী চিঠি

 মনে করুন, এভাবেই সময় চলছে... তাতে তো আর জীবন কাকু থেমে থাকবে না। এগিয়েই যাবে। মনে করুন এরকম ভাবেই ২০২৫ এর বসন্ত এসে গেছে, এভাবেই ঘরে বসে কাজ করতে করতে প্রলয় আর পিঙ্কি-র ঘরে বসে বসে ডিভোর্স হয়ে গেল। ডিভোর্সের একটা নতুন আইনি দিক আবিষ্কার হল, ভালবাসা থাকুক না থাকুক এক মুখ রোজ প্রায় ১৪/১৫ ঘন্টার বেশি দেখলে বেশিদিন একসাথে না থাকতে পারার।

ভালোবাসা আর একসাথে থাকা সমান্তরালে চলতে পারে কিনা এ নিয়ে প্রচুর ভিডিও, দেড় দু ঘন্টার ভ্যানতারা এসব হল। এর মধ্যে প্রলয় একদিন পিঙ্কি কে একটা চিঠি দিল, 👇


প্রিয়তমা পুরোনো বউ,

বহুদিন হল বেশ আনন্দে আছি, আশাকরি তুমি নাই, তোমার দিনরাত অকারণে চিৎকার করিবার অভ্যাসটি ব্যাহত হইবার কারণে। আমি দূরে থাকিয়াও, তোমার জন্য খুব আনন্দিত হইয়াছি, সরকার টিভি সিরিয়াল চিরতরে বন্ধ করিয়া দেওয়ার সিদ্ধান্ত নিয়াছে বলিয়া। যাহা হউক, এইসব কথা পুরাতনীর সাথে প্রেমালাপের পক্ষে ভালো নয়, যাহা ভাল তাহা শোন।

আমি হঠাৎ আজ একটু সরকারী অনুমতি সাপেক্ষে বাজার ভ্রমণ করিতে গিয়াছিলাম, সেখানে গিয়া দেখিলাম একজন কুল লইয়া বসিয়া আছে, টোপা কুল দেখিয়াই তোমার কথা মনে পড়িয়া গেল। তৎক্ষনাত ৪ কিলো ক্রয় করিয়া লইলাম। 

এক্ষণে আমার বিনীত অনুরোধ, পুরাতন হইবার অজুহাতে এবং অধিকারে আমি তোমার জীবন হইতে দুই তিন ঘন্টা আমার জন্য চাহি। এই কুল দিয়া তুমি একটু ভাল করিয়া কুলের আচার পাক করিও। 

হাঁ হাঁ, করিয়া উঠিতে হইবেনা, আমি মশলা কিনিবার পয়সা এবং তোমার মানসিকতার পরিবর্তনের হেতু উৎকোচ বাবদ নখসজ্জা এবং ফুচকা খাইবার নিমিত্ত কিছু টাকা পাঠাইয়া দিতাছি আর ৪কিলোই আমার নহে, উহার মধ্যে ২ কিলো তুমি উদরস্থ করিও।

আর বিশেষ কিছু নহে, আশা করি টোপা কুল গুলি দেখিয়া তুমি তোমার জিহ্বা নিঃসৃত রস সংবরণ করিতে পারিবে না। 

কুল খাইয়া পত্রপাঠ না হইলেও চিঠি লিখিব যদি না ইচ্ছা করিয়া খারাপ বানাইয়া না পাঠাও।

                                                 ইতি-

                                 তোমার পুরাতন বর।


পুঃ আচ্ছা, তুমি দুই কিলোর বেশি আচার লইবে না কিন্তু।


সায়ক চক্রবর্তী।

কুলের আচার ও পুরাতনী চিঠি

 মনে করুন, এভাবেই সময় চলছে... তাতে তো আর জীবন কাকু থেমে থাকবে না। এগিয়েই যাবে। মনে করুন এরকম ভাবেই ২০২৫ এর বসন্ত এসে গেছে, এভাবেই ঘরে বসে কা...