Friday, December 28, 2018

বিধিগত সতর্কীকরণ এবং যৎকিঞ্চিত...



কাল মেট্রোতে আগুন লেগে গেছিল।
আমি আমার বাইকটা বিক্রি করে দিয়েছি।
আপাত ভাবে উপরের লাইন দুটোর মধ্যে কোন সম্পর্ক নেই, কিন্তু উহারা গভীরভাবে সম্পর্কিত।
কাল একটা রাসবিহারী আসার বাস, দেশপ্রিয় পার্কের মোড়ে নামিয়ে দিল, সামনে আর যাওয়া যাচ্ছেনা। রাসবিহারী অবধি এসে দেখলাম, বাসে যাওয়ার মত জায়গা নেই, মেট্রো অনির্দিষ্ট, অটো হেককারি দেখাচ্ছে। আমি দুবার ফুচকা খাওয়ার চেষ্টা করে দেখলাম, মোটা মহিলারা তাদের রোগা বরদের দাঁড় করিয়ে রেখে নিজেদের জন্য নুন, টক, গন্ধরাজের অনুপান নির্দিষ্ট করে দিচ্ছেন। পরেরবার সেই বরদের ফুচকা কতটা পানসে হলে ফুচকা শুধু মহিলারাই খেতে পারেন এ বোধটা যাতে পাকা হয় তারা তার দায়িত্ব নিয়ে নিয়েছিলেন। আমি হাঁটা লাগলাম।
চারুমার্কেটে এসে পিপিনের সামনে একটু চাউমিন আর 'বুড়ো'র সাথে দেখা। তারপরেই এ বছরের আমার সেরা ঘটনার সাথে সাক্ষাৎ। পিপিনের কাছেই বুড়োর একটা দোকান আছে, বাঙালীরা বলে ট্যাটু পার্লার, তার পাল্লায় এ বছরের সেরা ঘটনা আমার সামনে মূর্তমান হল।
দরজায় লেখা ছিল, " NO STUPID PEOPLE BEYOND THIS POINT".
আমি দেখে হেবী আনন্দ পেয়েছি তার কারণ, কোথাও তো এই সিরিয়াল খোর, বাজার বিলাসী, বাজে সিনেমা প্রেমী বাঙালী তথা ম্যাঙ্গো পিপলের মুখে কেউ জুতোর বাড়িটা মারল। বুঝল কিনা প্রশ্ন করবেন না।
পাবলিক সেয়ানা মদন, জিরো যেই শুনল ঝুলে গেছে, অমনি রসগোল্লা চাটতে লেগেছে, যদি না হত, কেউ যেত! আমি আগের সপ্তাহে একটা গান শুনে একটা লেখা লিখেছিলাম। সেটা শাহরুখ খানের সম্মন্ধে ছিল, জিরো সিনেমা নিয়ে নয়। শুধু লেখার শেষে একজন ভদ্রলোকের আর একজনের প্রতি যা করণীয় তাই করেছি। জিরোর ভাল হোক কামনা করেছি। এবার সবাই দেখছি মনে মনে ভাবছে, দেখেছিস ক্যামন জিরোটা ফ্লপ করল, সায়কের তো পুটকি জ্যাম তাহলে, কোঁত পেরেও বেরোচ্ছে না। এরকম হয়নি, আমার সকালে বিড়িও লাগেনা এমনি হয় (ভগবানের আশীর্বাদে। কেউ নজর দেবেন না)।
বুড়োর দোকানে নির্বোধেরা ঢোকে কিনা, ঢুকলে নিজেদের বুদ্ধিহীন কোটায় ছাড় চায় কিনা, সে ছাড় বুড়ো দেয় কিনা ইত্যাদি জানা হয়নি। বুদ্ধি কি? বুদ্ধি থাকলে কি হয়? ইত্যাদি প্রশ্ন ইদানীং সিলেবাসের বাইরে, প্রশ্ন করলেই ভুল প্রশ্নের দায়ে লোকে ফুল নম্বর পেয়ে যাচ্ছে।
শেষে একটা প্রাপ্তি যোগও হল আমার, সেসব দেব ভোগ্য জিনিস, সবুজ রঙের হালকা ভেজা ভেজা গঞ্জিকা। খাবার পর বাইকে চড়ে আমি ফুল 'সিংহম'। তাই ঠিক করেছি আমি সিম্বা দেখতে যাব।
বুড়ো, সম্ভবত অগাধ বিশ্বাসে আমাকে ওর দোকানে ঢুকিয়েছিল, আমি সেই নির্দিষ্ট বিন্দু অতিক্রম করতে পারি। এবার আপনারা ভাবুন।

কুলের আচার ও পুরাতনী চিঠি

 মনে করুন, এভাবেই সময় চলছে... তাতে তো আর জীবন কাকু থেমে থাকবে না। এগিয়েই যাবে। মনে করুন এরকম ভাবেই ২০২৫ এর বসন্ত এসে গেছে, এভাবেই ঘরে বসে কা...