Thursday, December 3, 2015

রাশি কথা...cont.

আমি টিভি সিরিয়ালে যৎকিঞ্চিত লেখালিখি করে থাকি। রাশি নামে একটি জনপ্রিয় সিরিয়াল আছে (এখনও চলছে কিনা জানিনা) একবার সেটা লেখার কথা হয়েছিল, দুর্ভাগ্যক্রমে সুযোগ টা আর হয়নি। না এখানে আমি ওভাবে টি.আর.পি বাড়াবার চেষ্টা করছিনা।
রাশি চক্র আকাশে অবস্থিত আছে, থাক। ঋষি মুনিরা কল্পনা করেছেন আকাশে কালপুরুষের অঙ্গবিভাগে এই রাশিগুলির একটা অবস্থান আছে;
  1. মেষ- মাথা
  2. বৃষ- মুখ 
  3. মিথুন- হাত
  4. কর্কট- হৃদয়/মন
  5. সিংহ- পেট
  6. কন্যা- নিতম্ব
  7. তুলা- নাভির নীচের অংশ/ তলপেট
  8.  বৃশ্চিক- গুপ্ত অঙ্গ (private parts)
  9. ধনু- থাই/ জঙ্ঘা
  10. মকর- হাঁটু
  11. কুম্ভ- গোড়ালি
  12. মীন- পায়ের পাতা (*কিছু মতে মাথার পিছনের অংশ। এটা আমার নতুন জানা, পরাশর মুনি এটা সরাসরি বলেন নি)
এই যে কালপুরুষের অঙ্গ বিভাগ এর সাথে জন্ম কুন্ডলির প্রতিটা ঘরের বা ভাবের যে কারকতা সেটারও একটা যোগাযোগ আছে। ভাব কারকতা প্রসঙ্গে আসলে ব্যাখ্যা করব। এখন লিখলে গুলিয়ে যাবে, আর অকারণে বড় হয়ে যাবে।
১২টি রাশির আলাদা আলাদা ধরন, আলাদা তত্ত্ব, আলাদা চারিত্রিক কারকতা এবং ধাতু কারকতা আছে। এছাড়াও রাশির রঙ, বর্ণ (cast) এসব ও আছে।
প্রথমত ১২টা রাশিকে তিন ভাগে ভাগ করা হয়েছে,- ১)চর (movable) রাশি, ২) স্থির (fixed) রাশি , ৩) যুগ্ম (dual) রাশি।
  1. চর রাশি- মেষ, কর্কট, তুলা, মকর।
  2. স্থির রাশি- বৃষ, সিংহ, বৃশ্চিক, কুম্ভ।
  3. যুগ্ম রাশি- মিথুন, কন্যা, ধনু, মীন। *
আবার মেষ, মিথুন, সিংহ, তুলা, ধনু, কুম্ভ হল পুরুষ রাশি এবং নিষ্ঠুর রাশি,  আর বৃষ, কর্কট, কন্যা, বৃশ্চিক, মকর, মীন হল স্ত্রী রাশি এবং সৌম্য (beneficial) রাশি। [১,৩,৫,৭,৯,১১ হল ক্রুর রাশি এবং পুরুষ আর ২,৪,৬,৮,১০,১২ হল স্ত্রী এবং সৌম্য রাশি]
রাশিরা চারটি তত্ত্ব এবং তিনটি ধাতু তে বিভক্ত। চারটি তত্ত্ব(element) হল, অগ্নি, পৃথ্বী (মাটি), জল এবং বায়ু। আর তিনটি ধাতু হল, বাত(বায়ু), পিত্ত (তাপ), কফ (শ্লেষ্মা/জল)।
প্রত্যেক রাশির একজন করে অধিপতি গ্রহ আছে।
  1. মেষ রাশি- চতুষ্পদ। রক্ত লাল রঙ, বিশাল স্থূল (bulky) শরীর, রাত্রিকালে শক্তি বাড়ে, পূর্বদিকে অবস্থান, রজোঃ গুন সম্পন্ন, ক্ষত্রিয় বর্ণ,  পিছন দিক করে উদিত(rise) হয়, পাহাড়ে চড়ে বেড়ায়, পিত্ত প্রধান ও অগ্নি মেষ রাশির তত্ত্ব এবং এর অধিপতি গ্রহ মঙ্গল। 
  2. বৃষ- বৃষ রাশির রঙ সাদা, শুক্র এর অধিপতি গ্রহ। বৃষ ও চতুষ্পদ, দীর্ঘ শরীর এবং রাত্রিকালে শক্তি বাড়ে। এর অবস্থান দক্ষিন দিকে, এর প্রতীক গ্রাম, বর্ণ বৈশ্য, রজোঃ গুন সম্পন্ন, বাত প্রধান শরীর, এর তত্ত্ব পৃথ্বী এবং বৃষ রাশি পিছন দিক করে উদিত হয়। 
  3. মিথুন- মিথুন রাশি সোজা উদিত হয়, পশ্চিম দিক এবং গ্রামে অবস্থান করে(প্রতীকি), মিথুন রাশির প্রতীক দুটি নারী পুরুষ মৈথুনরত, পরাশরে বলা আছে এদের হাতে একটি দন্ড আর একটি বাদ্যযন্ত্র ধরা। বেহালা বা ভায়োলিন হবে হয়ত। মিথুন রাশি দ্বিপদ, এর তত্ত্ব বায়ু, রঙ সবুজ, নিশাচর, সম শরীর, শুদ্রবর্ণ, এর অধিপতি গ্রহ বুধ।
  4. কর্কট- ব্রাহ্মণ বর্ণ,  মেটে লাল রঙ, বনচারী (জঙ্গলে থাকে), রাত্রে বলশালী (strong), ভারী শরীর, বহুপদ, সাত্ত্বিক গুন সম্পন্ন, এর তত্ত্ব জল, পিছন দিক করে উদিত হয় এবং চন্দ্র কর্কট রাশির অধিপতি গ্রহ। 
  5. সিংহ- ব্রাহ্মণ বর্ণ, অধিপতি গ্রহ সূর্য্য, চতুষ্পদ, পূর্ব দিকে অবস্থান, ক্ষত্রিয়,দিনে বলশালী, সোজা উদিত হয়, বনচারী, হলুদ রঙ, তত্ত্ব অগ্নি এবং ভারী শরীর।
  6. কন্যা- পাহাড়ে বসবাস, দিনে বলশালী, সোজা উদিত হয়, মধ্যম শরীর, দ্বিপদ, দক্ষিনদিকে অবস্থান, প্রতীক একটি মেয়ে হাতে শস্য এবং আগুন, বৈশ্য বর্ণ, গায়ে চিত্রিত রঙ, তত্ত্ব বায়ু, তমোগুনী, স্বভাব শিশুসুলভ এবং বুধ এর অধিপতি গ্রহ।
  7. তুলা- সোজা উদিত হয়, দিনে বলশালী, কালো রঙ, রজোগুণী, পশ্চিম দিকে অবস্থান, পৃথিবীতে ঘুড়ে বেড়ায়, দ্বিপদ, হিংস্র, শুদ্র বর্ণ, মধ্যম আকৃতি (size), তুলা তত্ত্ব বায়ু এবং এই রাশির অধিপতি শুক্র গ্রহ।
  8. বৃশ্চিক- পাতলা শরীর, বহুপদ, ব্রাহ্মণ বর্ণ, উত্তর দিকে ও গর্তে বাস করে, লালচে বাদামী রঙ, জলে ও স্থলে উভচর, লোমশ দেহ, তীক্ষ্ণ হুল, এর তত্ত্ব জল এবং এই রাশির অধিপতি গ্রহ মঙ্গল। 
  9. ধনু- পিছন দিক করে উদিত হয়, বৃহস্পতি এর অধিপতি গ্রহ, সত্ত্বগুণী। হলুদ রঙ এবং রাতে বলশালী। তত্ত্ব অগ্নি, ক্ষত্রিয় বর্ণ, ১৫ ডিগ্রী অবধি দ্বিপদ তারপর চতুষ্পদ। সম শরীর এবং ধনুক ও বান হাতে, পূর্ব দিকে থাকে এবং পৃথিবীতে ঘুড়ে বেড়ায়। স্বয়ং ব্রহ্মা ধনু রাশির তেজ তৈরী করেছেন।
  10. মকর- শনি এর অধিপতি গ্রহ, তত্ত্ব মাটি, তমোগুণী। দক্ষিন্দিকে থাকে এবং রাতে বলশালী।পিছন দিক করে উদিত হয়, বিশাল শরীর চিত্র বিচিত্র রঙ, বনে এবং স্থলে (land) চড়ে বেড়ায়। অর্ধেক শরীর চতুষ্পদ আর বাকী অর্ধেক পা হীন (less) জলের নীচে ভেসে বেড়ায়। মকর রাশির প্রতীক (বৈদিক মতে) মুখটা ছাগলের মত আর দেহটা তিমি মাছের।
  11. কুম্ভ- কুম্ভ রাশির প্রতীক একটি লোক কাঁধে একটা জলের ঘড়া (pot) ধরে আছে। বাদামী রঙ, মধ্যম আকৃতি, দ্বিপদ। দিনে বলশালী, গভীর জলে বাস করে এবং এর তত্ত্ব বায়ু। সোজা ভাবে উদিত হয়, তমোগুণী, শুদ্রবর্ণ। পশ্চিম দিকে অবস্থান এবং এর অধিপতি গ্রহ শনি।
  12. মীন- প্রতীক দুটি মাছ বিপরীত মুখী। দিনে বলশালী, তত্ত্ব জল, সত্ত্বগুণী এবং স্বাস্থ্যবান। হলে বাস করে এবং ব্রাহ্মণ বর্ণ। পা হীন, মধ্যম আকৃতি, উত্তর দিকে অবস্থান, সোজা এবং পিছন দুভাবেই উদিত হয়। মীন রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি।
শেষ হল। এর পরের লেখাটা আমার নিজের মত লিখব।
*লিখতে লিখতে অনেক গুলো বিষয়ে নিজের টিপ্পনি দিতে ইচ্ছা হচ্ছিল, পরের লেখায় লিখব। 
ওঁ নমঃ শিবায়।
ওঁ নমঃ ভগবতে বাসুদেবায়।

কুলের আচার ও পুরাতনী চিঠি

 মনে করুন, এভাবেই সময় চলছে... তাতে তো আর জীবন কাকু থেমে থাকবে না। এগিয়েই যাবে। মনে করুন এরকম ভাবেই ২০২৫ এর বসন্ত এসে গেছে, এভাবেই ঘরে বসে কা...