Tuesday, January 15, 2013

কিংকর্তব্যবিমূঢ়

ভাবলেই গা টা কেমন শিরশির করে উঠছে আমি প্রায় ৩ বছর কিছু লিখিনি অবশ্য তাত্ত্বিক দিক দিয়ে দেখলে আমি আগে নিতান্তই বাজে চটুল এবং ফাজিল লেখা লিখতাম বিশেষ কেউ পড়ত না বলে রক্ষে, তবে এখন যে ভাল লিখব বা লিখলেই একেবারে সক্কলে গোগ্রাসে গিলবে এমন নয়।
যাক এখন যেটা মোদ্দা কথা সেটা হল আমি তো ছাতার বুঝতেই পারছিনা কেউ পড়ছে কি্না,  পড়লে কি কেমন লাগছে, বা আদৌ পুরোটা পড়ছে কিনা এবং আরো গুরুতর ব্যাপার হল, এই যে আমি লিখলাম আমার বর্তমান সমস্যার কথা সেটা কি কোনভাবে  রস বজায় রেখে ইংরেজীতে লেখা যায়? সম্ভব?
এটার উত্তর ও কেউ না দিলে আমি কিংকর্তব্যবিমূঢ় হয়ে থাকব।

No comments:

Post a Comment

কুলের আচার ও পুরাতনী চিঠি

 মনে করুন, এভাবেই সময় চলছে... তাতে তো আর জীবন কাকু থেমে থাকবে না। এগিয়েই যাবে। মনে করুন এরকম ভাবেই ২০২৫ এর বসন্ত এসে গেছে, এভাবেই ঘরে বসে কা...