Monday, February 12, 2018

এই তো জীবন কালিদা...

পেত্থম ভুল করেছিল শকুন্তলা। দেখছিস নাম দুষ্মন্ত, এমনিই একটা দুষ্টু দুষ্টু ভাব তুই মা... ইয়ে মানে পাকামি মারতে গেলি কেন? তারপর ভুল করল এই আমাদের কালিদা, তা বাপু বউরা অমন একটু আধটু অপমান করেই থাকে। তোকে কে বলেছিল ধাঁ করে 'অভিজ্ঞান শকুন্তলম' লিখতে? আর লিখলি লিখলি অমন করে কেউ দুষ্মন্তর সামনে শকুন্তলাকে ইন্ট্রো দেওয়ায়? নামেই বলে দিচ্ছে রাজা গজা যাই হোক দুশমন তো।
তখন এতো সেন্সর, কার্নি সেনা, পহলাজ নিহালনি ছিলনা বলে ভরপুর সেক্স সিন্ ঢেলে দিয়ে কালিদা পার পেয়ে গেল।কিন্তু কালিদা পরে বুঝেছিলেন যে, সে রাতে বউ এর কথায় চেগে যাওয়া ঠিক হয়নি।
সেই ছোটকালের একটা জোক ছিল, এক ছেলে তার বাপের কাছে সাইকেল চাইল, বাপ্ জিজ্ঞাসা করল ওমুকটা তমুক জায়গায় ঠেকে? ছেলে, বাইক চাইল বাপের সেই এক প্রশ্ন... শেষ টুকু আশাকরি লোকে জানে, আমি আসল কথায় আসি। 
সেই থেকে ইস্তক বাঙালির কাছে যৌনতা আর বিবাহ সমার্থক হইল।🤔🤔🤔💭

No comments:

Post a Comment

কুলের আচার ও পুরাতনী চিঠি

 মনে করুন, এভাবেই সময় চলছে... তাতে তো আর জীবন কাকু থেমে থাকবে না। এগিয়েই যাবে। মনে করুন এরকম ভাবেই ২০২৫ এর বসন্ত এসে গেছে, এভাবেই ঘরে বসে কা...