Friday, July 27, 2018

গন্ধ-পুরান



একটা রেস্তোরা লোকেরা খাচ্ছে... একটা লোক নাক তুলে খুব শোঁকার চেষ্টা করছে মুখে নৈরাশ্য
আরেকজনকে ও একটু বাদেই দেখা যায় সেও একই কাজ করছে, মানুষ যারা আছে সব ডি-ফোকাসড
১- পেলি ভাই?
২- নারে, একেবারে যা তা হয়ে গেছে সমাজটা
১- কলিকাল বুঝলি ঘোর কলি, পুরো রসাতলে গেছে
২- শালারা জিম করে না!
১- আরে না না কিসব ডায়েটিং ফায়েটিং হয়েছে না ওইসব কেরদানির ফল
২- যা বলেছিস, বাঙ্গালীর আর কিছু রইল না রে, প্যান্টুলুন পড়ে দেখবি খুলে বেরিয়ে যাবে মনে হয়
১- ট্রেন্ড! তবে দেখনা আমায় যদি একটু পাস...
২- আরে এখানে দেখছিস না কেমন ভিড় আমায় পাওয়ার সম্ভাবনা বেশি, তাছাড়া আজকাল তো লোকের দমের জোর নেই, তোকে মনে হয়...
১- খালি নিজের দিকে ঝোল টানা নারে? দেখছিস তো কিসব শাক পাতা জাবনা কাটছে এখানে আমায় পাওয়ার সম্ভাবনা বেশি না।
২- শাক পাতায় তুই? হাঃ তুই হবি হল গিয়ে আমিষে, মুরগী মটন এইসব হল তোর আস্তানা
১- আর তুই?
২- তা ধর প্রায় আমি প্রায় সর্বত্র বহমান
১- আর আমি বানের জলে ভেসে এসেছি না রে?
২- না না তা কেন হবে, তবে ইদানীং লোকে খায় আধপেটা ঘুমোয় কম তোকে রাখবে কোথায়?
১- তা হলে তোর তো কোনো চান্স-ই নেই রে, বরং ফাঁকা পেট থেকে আমার একটা হাল্কা...
২- নাহ তোকে তো আবার ক্লাসে যেতে হবে দেখছি, তুই পুরো তোর জব ডেসক্রিপশন ভুলে গেছিস।
১- শোন ভাই তোর আর আমার স্ট্যাটাসটা জানিস তো আমি কিন্তু তোর থেকে অনেক বেশি অ্যাক্সেপ্টেড
২- এ তোর সম্পুর্ন ভুল ধারণা, তুই কিন্তু বেসিক্যালি ওয়ান ডাইমেনশনাল
১-আর তুই বুঝি ত্রিমাত্রিক?
২- আচ্ছা আচ্ছা গোষ্ঠীদ্বন্দ্ব ভালো না, চারিদিকে দেখছিস না নতুন ক্যাডারে ভরে গেছে
১- হ্যাঁরে ভাই, আমাদের আর সবরা আজে বাজে জায়গায় খুঁজতে খুঁজতে হারিয়ে গেছে
২- তোর ‘ফুরররর’ কে মনে আছে?
১- থাকবে না? তিন স্টেপে বেরোত ও উফ তারপর কি বিস্তার
২- সেসবও দিন ছিল, পোশাক আশাক ও পালটে গেছে একটু জায়গা না পেয়ে চাপতে চাপতে একেবারে কোনঠাসা হয়ে পড়েছি আমরা
১- তারপর ঐ গুপী যন্ত্র খাবে কোথায় মন দিয়ে তা না, দেখ না দেখ ওদিকে...
-হঠাৎ একটা স্যুট বুট পড়া লোক এগিয়ে আসে,
৩- এক্সকিউজ মি, ওটা আমার!
বলে এগিয়ে গিয়ে লোকটার মাথা টিপে ধরে
তার কোটের পিছনে বড় বড় করে লেখা ‘ডিপ্রেশন’
২- ভাই আমরা কি ভুসুক, কুক্কুটদের মত ইতিহাস হয়ে যাব?

ক্যামেরা একটু পিছনে সরে আসে, ১-র পিছনে লেখা ‘ভড়াৎ’ আর ২-এর পিছনে লেখা ‘ফুউস’।

No comments:

Post a Comment

কুলের আচার ও পুরাতনী চিঠি

 মনে করুন, এভাবেই সময় চলছে... তাতে তো আর জীবন কাকু থেমে থাকবে না। এগিয়েই যাবে। মনে করুন এরকম ভাবেই ২০২৫ এর বসন্ত এসে গেছে, এভাবেই ঘরে বসে কা...