কি করব, আমি আর কিছু পারিনা।
যতটা তাকালে পরে দিগন্ত দেখা যায়
ততটা আমি তাকাতে পারছিনা।
যতটা হাত বাড়ালে আঙুলের ফাঁকে হাওয়ারা হিলি বিলি কাটে
ছাদের ব্যবধান তার থেকে অনেক কম।
দু চারটে গল্প হত্যে দিয়ে পড়ে আছে, ঘরের বাইরে
রোজ আসতে যেতে হোঁচট লাগে, বলি- 'র' বাপু আর কটা দিন থাক তারপর ঘরে তুলব'।
আগেও বলেছি শব্দরা আমাকে মাঝে মাঝে এমন ভাবে ধরে,
আমি এড়াতেও পারেন, আমি তাড়াতেও পারিনা।
মাঝে মাঝে, না আজই মনে হল,
যদি একবার ফিরে আসব, কথা দিয়ে হারিয়ে যেতে পারতাম বড্ড ভালো হত
যতটা তাকালে পরে দিগন্ত দেখা যায়
ততটা আমি তাকাতে পারছিনা।
যতটা হাত বাড়ালে আঙুলের ফাঁকে হাওয়ারা হিলি বিলি কাটে
ছাদের ব্যবধান তার থেকে অনেক কম।
দু চারটে গল্প হত্যে দিয়ে পড়ে আছে, ঘরের বাইরে
রোজ আসতে যেতে হোঁচট লাগে, বলি- 'র' বাপু আর কটা দিন থাক তারপর ঘরে তুলব'।
আগেও বলেছি শব্দরা আমাকে মাঝে মাঝে এমন ভাবে ধরে,
আমি এড়াতেও পারেন, আমি তাড়াতেও পারিনা।
মাঝে মাঝে, না আজই মনে হল,
যদি একবার ফিরে আসব, কথা দিয়ে হারিয়ে যেতে পারতাম বড্ড ভালো হত
No comments:
Post a Comment