Friday, October 6, 2017

শিরোনামহীন

কবি হওয়ার কোন বাসনা আমার কোনকালে ছিলনা।
কবিদের সর্বাঙ্গে কেমন একটা নরম প্রলেপ দেওয়া থাকে বা তাঁরা জড়িয়ে নেন, আমার একদম ভাল্লাগেনা।
আমার কাছে কখনও মাঝরাতে, কখনও ঝিম দুপুরে , ভেজানো দরজা ঠেলে বোবা শব্দরা আসে,
তাদের কোমর ভরা যৌবন
গলার ভাঁজে ভাঁজে গলে পড়া তরল কাম।
হ্যাঁ, আমি এরকম, যা ভাবলে কষ্ট হলে হোক।
আমি শব্দ কে সশব্দে চুমু খেয়েছি,
ঠেসে চেপে ধরেছি দেওয়ালে।
তারপর থেকে এই খেলা চলছে...

No comments:

Post a Comment

কুলের আচার ও পুরাতনী চিঠি

 মনে করুন, এভাবেই সময় চলছে... তাতে তো আর জীবন কাকু থেমে থাকবে না। এগিয়েই যাবে। মনে করুন এরকম ভাবেই ২০২৫ এর বসন্ত এসে গেছে, এভাবেই ঘরে বসে কা...