শুভ বিজয়া। We have a great festival cum biggest ritual ceremony of Bengali's, Durga Puja. We start celebrate through marketing before couple of months ago of this Puja days but we actually enjoy the four days of Puja called 'Saptami', 'Ashtami', 'Navami' and 'Dashami'. Dashami is the ending day of Puja and we immerse the Murti (Icon/Sculpture) of Maa Durga in Ganges and after that we greet each other as Subho Bijoya with mouth full of sweets regardless of having diabetes or not.
যাকগে এবারে আমার পুজোটা খুব একটা ভাল কাটেনি, এবার বিশেষ কিছু সুখ থাকা সত্বেও কিছু অপূর্নতা দুঃখটা জিইয়ে রাখল। আজ লক্ষ্মী পুজো, আজ দিনটা ভাল কাটল, আজ আমি নিজে পুজো করেছি, খুব নমো নমো করে হলেও করতে পারার আনন্দেই দিনটা ভাল হয়ে গেছে।
আসল কথায় আসি, রোজই ভাবি লিখব তালে গোলে লেখা হয়না, তার মধ্যে মন খারাপছিল বেশ কদিন। আরো একটা মুশকিল ছিল যে লেখাটা লিখব ভাবছিলাম সেটা নিয়ে একটু সমস্যায় পড়ে ছিলাম, বেশ জটিলতা ছিল লেখাটা নিয়ে। জ্যোতিষে ৯টা গ্রহ আছে, ১২টা রাশি আছে, ২৭টা নক্ষত্র আছে এই নিয়ে মূল কারবার, এর ঠেকে অনেক বেশিও আছে তবে এগুলো ঐ অঙ্কের যোগ বিয়োগ গুন ভাগ এর মত এইটে জুত করে ধরতে না পারলেই কেলো। কিন্তু এখানে গল্প শুরু হয়েছে সৃষ্টির পূর্ব থেকে, তখন পৃথিবী অন্ধকার বা জলমগ্ন আর স্বয়ম্ভু বিষ্ণু যোগনিদ্রায় নিদ্রিত। লক্ষ্মী টক্ষ্মী তখনও আসেনি (নিশ্চিন্তে ঘুমোচ্ছিলেন) তখন ওনার সাথে শ্রী শক্তি, ভূ শক্তি আর নীল শক্তির মিলনের ফলে তিন রকম অহঙ্কার এর উৎপত্তি হয়, যথা- সত্ত্ব, রজঃ এবং তম। এই অহঙ্কার থেকে ক্রমে পঞ্চ ভূত এবং সেখান থেকে ইন্দ্রিয় তথা অনুভুতি গুলোর জন্ম, আর এই গোটা ব্যাপারটা মহাতত্ত্ব নামে খ্যাত।
এর অনেক গুলো ব্যাখ্যা আছে, তবে আমি আজ একটু ক্লান্ত আর ব্যাপারটা নিজে আর একবার বুঝতে গিয়ে একটু ঘেঁটে গেছি। কাল আশা করছি ব্যাখ্যা সমেত আপনাদের কাছে আবার হাজির হতে পারব।
নমস্কার। শ্রী লক্ষ্মী দেব্যৈই নমোঃ।
যাকগে এবারে আমার পুজোটা খুব একটা ভাল কাটেনি, এবার বিশেষ কিছু সুখ থাকা সত্বেও কিছু অপূর্নতা দুঃখটা জিইয়ে রাখল। আজ লক্ষ্মী পুজো, আজ দিনটা ভাল কাটল, আজ আমি নিজে পুজো করেছি, খুব নমো নমো করে হলেও করতে পারার আনন্দেই দিনটা ভাল হয়ে গেছে।
আসল কথায় আসি, রোজই ভাবি লিখব তালে গোলে লেখা হয়না, তার মধ্যে মন খারাপছিল বেশ কদিন। আরো একটা মুশকিল ছিল যে লেখাটা লিখব ভাবছিলাম সেটা নিয়ে একটু সমস্যায় পড়ে ছিলাম, বেশ জটিলতা ছিল লেখাটা নিয়ে। জ্যোতিষে ৯টা গ্রহ আছে, ১২টা রাশি আছে, ২৭টা নক্ষত্র আছে এই নিয়ে মূল কারবার, এর ঠেকে অনেক বেশিও আছে তবে এগুলো ঐ অঙ্কের যোগ বিয়োগ গুন ভাগ এর মত এইটে জুত করে ধরতে না পারলেই কেলো। কিন্তু এখানে গল্প শুরু হয়েছে সৃষ্টির পূর্ব থেকে, তখন পৃথিবী অন্ধকার বা জলমগ্ন আর স্বয়ম্ভু বিষ্ণু যোগনিদ্রায় নিদ্রিত। লক্ষ্মী টক্ষ্মী তখনও আসেনি (নিশ্চিন্তে ঘুমোচ্ছিলেন) তখন ওনার সাথে শ্রী শক্তি, ভূ শক্তি আর নীল শক্তির মিলনের ফলে তিন রকম অহঙ্কার এর উৎপত্তি হয়, যথা- সত্ত্ব, রজঃ এবং তম। এই অহঙ্কার থেকে ক্রমে পঞ্চ ভূত এবং সেখান থেকে ইন্দ্রিয় তথা অনুভুতি গুলোর জন্ম, আর এই গোটা ব্যাপারটা মহাতত্ত্ব নামে খ্যাত।
এর অনেক গুলো ব্যাখ্যা আছে, তবে আমি আজ একটু ক্লান্ত আর ব্যাপারটা নিজে আর একবার বুঝতে গিয়ে একটু ঘেঁটে গেছি। কাল আশা করছি ব্যাখ্যা সমেত আপনাদের কাছে আবার হাজির হতে পারব।
নমস্কার। শ্রী লক্ষ্মী দেব্যৈই নমোঃ।
No comments:
Post a Comment