দুঃখিত! আমি সত্যিই দুঃখিত! কারণ নিজের অবহেলাতেই এতদিন ব্লগটা অব্যবহৃত পড়েছিল। মাঝখানে যে একদম মনে পড়েনি তা নয় তবু লেখা হয়ে ওঠেনি। ব্যক্তিগত কারনগুলো নিয়ে যথা সময়ে আলোচনা করব।
এখন মুশকিল হচ্ছে এতদিন পর এসে নিজের পুরোন গন্ধ টা ফিরে পাওয়া (এখন জানি এসব হয়ত একান্তই আমার নিজস্ব ভাবনা, বিশেষ কেউ যে আমার লেখা পড়ে এমন কোন সঙ্কেত আমি পাইনি।) পরিবর্তিত পরিস্থিতিতে আমার নিজের কতটা পরিবর্তন হয়েছে সেটা জানিনা তবে দু'বছর পুরোন রসে কেমন নেশা ধরবে কে জানে? আর নতুন সমস্যা হচ্ছে, এই ভাষা, বাংলায় লিখলে ক'জন পড়ে আমি জানিনা আর এই ফন্ট সবার কাছে নাও থাকতে পারে। তাই হয় আমি দুরকম ভাষাতেই লিখব নয়ত শুধু বিলিতি ভাষায় (এই এক বছরে বিশেষ কিছু হয়নি তবে দু-একটা সফটওয়ার পেয়েছি যা দিয়ে ইংরেজি টা লেখা যায় মোটামুটি) ।
Sorry! I'm really sorry! After all, it's my fault or negligence, that's why the blog was remained unused. Several times I thought to revive it, but somehow it didn't happen, again the causes was some of my personal problem and we will discuss on those stories later. Definitely.
এখন মুশকিল হচ্ছে এতদিন পর এসে নিজের পুরোন গন্ধ টা ফিরে পাওয়া (এখন জানি এসব হয়ত একান্তই আমার নিজস্ব ভাবনা, বিশেষ কেউ যে আমার লেখা পড়ে এমন কোন সঙ্কেত আমি পাইনি।) পরিবর্তিত পরিস্থিতিতে আমার নিজের কতটা পরিবর্তন হয়েছে সেটা জানিনা তবে দু'বছর পুরোন রসে কেমন নেশা ধরবে কে জানে? আর নতুন সমস্যা হচ্ছে, এই ভাষা, বাংলায় লিখলে ক'জন পড়ে আমি জানিনা আর এই ফন্ট সবার কাছে নাও থাকতে পারে। তাই হয় আমি দুরকম ভাষাতেই লিখব নয়ত শুধু বিলিতি ভাষায় (এই এক বছরে বিশেষ কিছু হয়নি তবে দু-একটা সফটওয়ার পেয়েছি যা দিয়ে ইংরেজি টা লেখা যায় মোটামুটি) ।
Sorry! I'm really sorry! After all, it's my fault or negligence, that's why the blog was remained unused. Several times I thought to revive it, but somehow it didn't happen, again the causes was some of my personal problem and we will discuss on those stories later. Definitely.
Now the
problem is to regain the flavor I left behind two years ago, and as you know,
there is a lot of 'change' happened in my place, kolkata (west
Bengal ). There are some problems too, like; I
noticed that there are just a few countable reader or my own circle who tried
to have a look over my blog, but it is really difficult to read Bengali in
Roman language and if I write it in a Bengali front it would remain the same
problem those who don't have the Bengali font and mostly most of the blog visitors are
not Bengali (I'm sorry again, I wish I could write the whole in my language).
So next, onward I will try to write the same piece in two languages and if
sometimes I failed, then please consider me my Bengali friends it will be in
English.
No comments:
Post a Comment