শুনতে যদি না চাও
তবে বন্ধ হোক
যাবতীয় ধ্বনি, স্বর, সুর।
যদি সত্যের অপলাপ হয়,
তবে স্তব্ধ হোক প্রথমেন্দ্রিয়।
যাবতীয় দৃশ্য, আলো, রঙ, রূপ
মিশে যাক আদিম অন্ধকারে।
যদি অজ্ঞাত থাকে সুখানুভুতি
স্পর্শ, চুম্বন, শৃঙ্গার এসব
তাহলে মিথ্যা।
ঘোর অন্ধকারে মহাশূন্যে
একা তুমি এবং অন্ধকার।
তুমি থেকে আমি হওয়াই
আলো থেকে অন্ধকারে যাত্রা।
অন্ধকারে দেখতে লাগেনা,
শুনতে হয়না, স্পর্শের অবকাশ নেই।
শুধু তুমি জানো, আমি কে
আমি জানি অন্ধকারের ক্ষমতা।
প্রসবক্ষণে আলোর জন্ম।
এসব কথা অন্ধকার জানে।
আমি জানি, তুমি এখনও আলোর সীমা পেরোওনি।
এসো, অন্ধকার অনন্ত অপেক্ষার ধৈর্য্য রাখে।
তোমার কাছে সুযোগ অসীম।
নাদ থেকে অনাদি হওয়া যায়,
আবার নাদবিন্দুতে বুড়ি ছোঁয়া,
অনবরত, অবিরাম, নিরন্তর...
শূন্য আর দাঁড়ির খেলা।
সায়ক চক্রবর্তী।
No comments:
Post a Comment