Thursday, June 20, 2019

রূপ দেখতে তরাস লাগে-৩

বীভৎস রাত্রি
অস্ত্রক্রীড়ার প্রাঙ্গন রণক্ষেত্রে পরিণত হয়েছে দেখে ক্রুরবুদ্ধি সঙ্গে সঙ্গে তা থামিয়ে দিলেন। রাজগুরু কোথা থেকে ছুটে এসে লালকমল আর নীলকমল কে নিয়ে চলে যান। রাজগুরুকে কেউ এসে ভুল খবর দিয়ে অস্ত্রক্রীড়ার সময় সরিয়ে নিয়ে গিয়েছিল, বুঝতে ফেরে ফিরে আসতে আসতে যা ঘটার তা ঘটে গেছে। কিন্তু নীলকমল এরকম কিছু করবে তা তিনি ভাবতে পারেননি।
১৩ বছরের একটা ছেলে অতিকায় এর মত একজনের ধড় থেকে মুন্ডু আলাদা করে দিল, বিকট আর দুর্ধর্ষ ভাবতেই পারছেনা। ক্রুরবুদ্ধি সেই থেকে আর কোনো কথা বলেনি এখনও। নীলকমলের মা ছোটরানী ক্রুরবুদ্ধির ঘরে ঢুকতেই ফেটে পড়ে বিকট, - “তোমার ছেলে বলে কি নীলকমলকে কিছু বলা হবেনা?” রানী কি বলবে বুঝতে না পেরে বাবার দিকে তাকায়, বিকট আরো রাগে বলে, “তোমরা কিছু না করলেও আমি আমার বন্ধুর হত্যার প্রতিশোধ নেব, আজ রাতেই নেব, সোজা পথে নাহলে বাঁকা পথে”।
বিকট আরো কিছু বলতে যাচ্ছিল, ক্রুরবুদ্ধি তাকে থামিয়ে বলে, “বাঁকা পথেও পারবেনা, নীলকমলকে হারাতে। যুদ্ধের কোন কৌশলেই ওকে হারানো সম্ভব নয়, নীলকমলকে হারাতে অন্য ছল করতে হবে...”।
রাণী হঠাৎ বলে ওঠে, “আমি জানি কি করতে হবে। আজ রাতে তোমাদের কোনো লোক যেন প্রাসাদের আশে পাশে না থাকে” এই বলে রাণী বেরিয়ে যায়। বিকট কিছু বলতে গেলে, ক্রুরবুদ্ধি তাকে থামিয়ে বলে, “এখন আমায় একটু একা থাকতে দাও, যা করার কাল দেখা যাবে”। হাতে হাত ঘষতে ঘষতে বিকট আর দুর্ধর্ষ বেরিয়ে যায়।
রাতে রাজা এসেছিলেন নীলকমলের কাছে, কিছু বলেননি শুধু একবার নীলকমলের হাতের উপর হাতটা রেখেছিলেন। একেবারে একা হয়ে যাওয়ার পর নীলকমল ভাবতে বসে, আজ সত্যিই কি হল! অতিকায় যখন লালকে খেলাচ্ছিল নীলকমলের মনে হচ্ছিল শুধুই বোধহয় তাকে অপদস্থ করার চেষ্টা করছে, কিন্তু হঠাৎ কেন যেন মনে হল অতিকায় চাইছে লালকমলকে মারতে। চারিদিকে তাকিয়ে নীলকমল দেখল রাজগুরু কোথাও নেই, দূরে বিকট আর দুর্ধর্ষ অদ্ভুত এক পৈশাচিক আনন্দে হাসছে। কি যে হল তারপর তা নীলকমল নিজেও ভালো করে জানেনা, শুধু মনে পড়ে কে যেন কানের কাছে বলে উঠল, “যাও নীলকমল, লালকমলের বিপদ”। এরপর কিভাবে নীলকমল সেখানে পৌঁছল, কিভাবে সে যুদ্ধ করল, কিছুই তার ভাল করে মনে নেই। শুধু অতিকায়ের মাথাহীন দেহটা যখন লুটিয়ে পড়ল তখন যেন আবার হুশে ফিরল নীলকমল।
এই এখনও যেমন ঘুম আসছে না নীলকমলের কোথাও যেন কিছু খারাপের একটা আভাস পাচ্ছে। যবে থেকে এই ক্রুরবুদ্ধি আর তার দলবলেরা এসে জুটেছে তবে থেকেই নীলকমলের মন কু ডাকছে, তবে আজকের রাতে যেন বিশেষ কিছু একটা ঘটবে বলে মনে হচ্ছে।
রাজবাড়ির চারিদিক শুনশান যেন শশ্মানের নীরবতা, একটা কুকুরও ডাকছে না কোথাও। রাজার শোওয়ার ঘরে একটা হালকা আলো জ্বলছে, রাজার অনিদ্রা রোগ আজ আবার মাথা চাড়া দিয়েছে, ঘরে সুগন্ধী তেল আর জড়িবুটির খোশবাই কিন্তু রাজার ঘুম আসছে না। রাজবাড়ির বাইরে কোথা থেকে যেন একটা কালো শকুন এসে পাক খেতে লাগল, তিন চার পাক খেয়ে শকুনটা রাজবাড়ির ছাদের প্রাচীরের উপর বসল, আর সঙ্গে সঙ্গে একটা অদ্ভুত ঠান্ডা হাওয়া যেন রাজবাড়ির উপর চাদর চড়িয়ে দিল।
চুপ করে শুয়ে থেকে ঘুম আনার চেষ্টা করেও নীলকমলের কিছুতেই ঘুম আসতে চাইছে না। নিস্তব্ধ রাত্রিতে কোথা থেকে একটা গুণগুণ আওয়াজ যেন নীলকমলের কানে আসছে। নীলকমল এক ঝটকায় শরীরটাকে সোজা করে হাতে তার প্রিয় ছোট্ট ছুরিটা চেপে ধরল। বন্ধ ঘরের মধ্যেও কোন এক অজানা কারণে প্রদীপের শিখা কেঁপে উঠল। নীলকমল যেন আবার শুনতে পেল কে যেন বলছে, “বিপদ, বিপদ”। দরজা খুলে নীলকমল অন্ধকারের মধ্যে বেরোল। অন্ধকারে হাঁটাচলা করা নীলকমলের বহুদিনের অভ্যাস, সে অনায়াসে নিঃশব্দে লালকমলের দরজার কাছে চলে গেল, দেখল লালকমলের ঘরের দরজা খোলা, অজানা আশঙ্কায় নীলকমলের স্নায়ু মুহুর্তের ভগ্নাংশের জন্য কেঁপে উঠল। নিকষ অন্ধকারে নীলকমল অনুভব করল লালকমলের ঘরে অন্য কেউ আছে। ছুরিটাকে খাপ থেকে বার করে আলগোছে হাতের মধ্যে নিয়ে নিশব্দে এগোতে লাগল নীলকমল। হঠাৎ সমস্ত চরাচরকে আলোকিত করে বিদ্যুৎ চমকে উঠল আর সেই ক্ষণিকের আলোতে এক অপার্থিব দৃশ্য দেখে নীলকমল মুহুর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। এক বিশালদেহী বীভৎস দর্শন নারী ঘুমন্ত লালকমলকে একহাতে পুতুলের মত তুলে নিয়েছে। অন্ধকার ফিরে আসতেই নীলকমল বুঝতে পারল তাকেও সেই বিশালদেহী তুলে নিয়েছে, নীলকমলের নড়ার ক্ষমতা নেই।
নীলকমল দেখতে পেল তাদের দুজনকে নিয়ে সেই বিশাল নারী রাজবাড়ির ছাদের উপর উঠল। নীলকমলের নড়ার ক্ষমতা না থাকলেও সব দেখতে পাচ্ছিল। ছাদের উপর তার মায়ের দেশের সব বিকৃত দেখতে লোকজন, সবাই মিলে চিৎকার করছে। আর একদিকে বিকট রাজামশাই আর রাণীকে ধরে রেখেছে। রাজামশাই আর রাণীমা যেন মন্ত্রমুগ্ধ পুতুলের মত হয়ে আছে, নীলকমল বুঝতে পারল তাদের উপর মায়া করা হয়েছে।
হঠাৎ একটা গলা শুনে নীলকমলের চিন্তা ভঙ্গ হল, “নীলকমলের উপর তোমার মায়া কাজ করেনি রুরু”, ক্রুরবুদ্ধির গলা। কথাটা শোনামাত্র সেই নারী নীলকমলকে তুলে ধরল তার মুখের সামনে আর ঠিক সেই সময় আকাশ চিরে আর একটা বাজ পড়ল। সেই আলোতে নীলকমল চমকে উঠে বুঝল এই নারী তার মা, মায়াবিনী, রাক্ষসী। চোখের চাউনির মধ্যে এক অদ্ভুত অক্ষম হতাশা আর রাগ দেখতে পেল নীলকমল। এরমধ্যেই বিকট চিৎকার করে জিজ্ঞাসা করল, “রাজা রানীর কি হবে?”, আর একদল তারস্বরে চেচিয়ে বলল, “আমরা কি করব?”। প্রাচীরের ধারে বসা শকুনটা এক অলুক্ষুণে শব্দ করে ডেকে উঠল। ধৈর্য্যচ্যূতি হল রাক্ষসীর, আকাশ বাতাস কাঁপিয়ে বলে উঠল, “আমি এখানেই থাকব, যার যার দেশে ফিরে যেতে ইচ্ছা হয়, যা!”। একথা বলতেই আবার হৈ চৈ হুলুস্থুল বেঁধে গেল, আবার এক হুঙ্কারে রাক্ষসী বলল, “রাজা রাণী ওভাবেই থাক”।
নীলকমলের হাত রাক্ষসীর মুঠোর বাইরে, নীলকমলের হাতে তার প্রিয় ছুরি, কিন্তু কি যেন এক মায়ার বশে তার হাত পা অবশ হয়ে আছে, লালকমল অচেতন। হঠাৎ কি একটা দেখে যেন প্রাচীরের গায়ে বসা শকুনটা একটু অস্থির হয়ে উঠল, আবার একটা দমকা বাতাস বয়ে গেল সবার মাথার উপর দিয়ে, সবাই কিছু একটার আশায় আকাশের দিকে চেয়ে রইল, যখন সবাই এরকম ভাবতে বসেছে, নেহাতই একটু ঝোড়ো হাওয়া বয়ে গেছে, ঠিক তখনই অতিকায় এক পাখি নেমে এল ক্রুরবুদ্ধির মাথার উপর দিয়ে। তার পাখার ঝাপটায় ক্রুরবুদ্ধি আর ল্যাজের বাড়িতে বেশ কিছু রাক্ষস পড়ে গেল। আচম্বিতে এই পাখির এসে পড়ায় খানিকক্ষণের জন্য রাক্ষসীর মায়ার বাধন যেন আলগা হয়ে গেছিল, নীলকমল টের পেল তার শরীরে সার ফিরে এসেছে। কয়েক মুহূর্তের অবকাশ, সূচীতীক্ষ্ণ ছুরির ফলা গেঁথে দিল রাক্ষসীর হাতে, ঝটকা দিয়ে হাতের আঙ্গুল সামান্য শিথিল করতেই নীলকমল এক লাফে বেরিয়ে এল রাক্ষসীর হাতের মুঠো থেকে।
অতিকায় পাখিটার ডানার ঝাপটায় সবাই একটু বেসামাল হয়ে পড়েছিল, একটু সামলে নিয়েই দুর্ধর্ষ পাখির দিকে এক মায়াবী আগুনের গোলা ছুড়ে মারে, পাখিটা এক মজার ভঙ্গীতে আগুনের গোলাটাকে গিলে ফেলে তারপর ল্যাজ তুলে তুবড়ির মত পেছন দিক দিয়ে গোলাটা বার করে দিয়ে, অদ্ভুত কায়দায় দুর্ধর্ষকে নিবৃত করে, জলদগম্ভীর স্বরে মানুষের ভাষায় বলে ওঠে, “আমি পৃথিবীর আদিম পক্ষীকুলের একজন, আমি ব্যাঙ্গমা”। এক অর্বাচীন রাক্ষস আবার কিছু একটা ছুঁড়ে মারার চেষ্টা করতে গেলে বিশাল পাখি খানিকটা বিরক্ত হয়ে তাচ্ছিল্যের সাথে একটা ডানার ভঙ্গী করে যার ফলে তার হাতের অস্ত্র একটা দড়িতে পরিণত হয়ে তাকেই বেঁধে মাটিতে ফেলে দেয়। পাখি নিজের মনে বলে ওঠে, “একটু শান্তিতে কথা বলার উপায় নেই?”। বীভৎস, দুর্ধর্ষ একটু হতচকিত হয়ে যায়, ক্রুরবুদ্ধির দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করে সবাই মিলে আক্রমণ করবে কিনা। রাক্ষসী রানী সাময়িক ধাক্কা কাটিয়ে উঠেই নীলকমলকে খোজার চেষ্টা করে আবার সামনে এরকম একটা পাখি এসে পড়ায় বুঝতে পারেনা প্রথমে কি করবে। ব্যাঙ্গমা সবাইকে আশ্বস্ত করার ভঙ্গীতে তার ডানা তুলে থামায়। ক্রুরবুদ্ধি এগিয়ে এসে বলে, “কি করতে এসেছ? কি চাই তোমার?” ব্যাঙ্গমা চোখ ঘুরিয়ে রাক্ষসী রানীর হাতে অচেতন লালকমলকে একবার দেখে নেয়, তারপর একটু উদাস হয়ে গুণগুণ করে, “ কিচ্ছু চাইনি আমি আজীবন ভালবাসা ছাড়া... এরকম গান শুনেছ তোমরা? ভবিষ্যতে হবে...”। বিকট, পাখির এই অদ্ভুত ব্যবহারে ক্ষেপে যায়- “মশকরা হচ্ছে নাকি?”। রাক্ষসী একবার নীলকমলকে খুঁজে নিয়ে পাখির সামনে গিয়ে দাঁড়ায়- “কি চাই তোমার?”। -“নীলকমল লালকমলকে নিয়ে যাব”। রাক্ষসী একটু হেসে উঠল, নীলকমলকে দেখা যাচ্ছেনা। ক্রুরবুদ্ধি জিজ্ঞাসা করল, “ব্যাপারটা সহজ বলে মনে হচ্ছে নাকি পক্ষীরাজ?” ছকিতে ঘাড় ঘোরালো ব্যাঙ্গমা শরীরী ভাষায় একটু যেন ক্ষিপ্রতা, “সহজে তো আমি কোনোদিন ব্যাঙ্গমীর চুম্বনও নেওয়ার চেষ্টা করিনি আর...”, কথা শেষ হওয়ার আগেই আর একঁটা দমকা হাওয়া সবাইকে চমকে দিল আর প্রায় ব্যাঙ্গমার মত আকারের আর একটা পাখি ছাদে এসে নামল আর নেমেই বলল, “বলেছি না ভবিষ্যত ভ্রমণ করবে না, বড় বাজে কথা বল তুমি আজকাল”। বিকট দুজনের কান্ড দেখে অস্থির হয়ে গিয়ে নিজের হাতের অস্ত্রটা ছুড়ে মারল ব্যাঙ্গমীকে লক্ষ্য করে, ব্যাঙ্গমা অক্লেশে ব্যাঙ্গমীকে হ্যাঁচকা টানে প্রায় নিজের কোলে নিয়ে এসে ফেলল এবং প্রায় মুহুর্তের অবকাশে তার ডানার একটা সপাট ঝাপট পড়ল বিকটের পেট আর বুকের মাঝামাঝি, বিকট ছিটকে পড়ল। ক্রুরবুদ্ধি তার অস্ত্র বার করে চিৎকার করে বলল, “রুরু তুমি ভিতরে যাও। আক্রমণ কর!” রাক্ষসী হাতের রক্তের দিকে একঝলক তাকিয়ে নীলকমলকে আর একবার খুঁজে নিল আর বলল, “নীলকমল পালিয়েছে!” ক্রুরবুদ্ধি একথা শুনে কিছুক্ষনের জন্য একটু অন্যমনস্ক হল আর প্রায় সঙ্গে সঙ্গে ব্যাঙ্গমা ব্যাঙ্গমীকে শুন্যে লোফার মত করে ছুঁড়ে দিল আর তা পা এসে লাগল ক্রুরবুদ্ধির বুকে, মাটিতে পা রাখতেই ব্যাঙ্গমা বলে উঠল- “তুমি আসতে গেলে কেন? আমি একাই সামলে নিতাম!” ব্যাঙ্গমী ব্যাঙ্গমার পিঠের উপর দিয়ে ডিগবাজি খেয়ে আক্রমণ করতে আসা দুই রাক্ষসকে ধরাশায়ী করে বলল, “খুব করতে তুমি, খালি মুখে বড় বড় কথা। নীলকমলকে যে খুঁজে পাওয়া যাচ্ছেনা সেটা শুনেছ?” ব্যাঙ্গমা ঘাড় ঘুরিয়ে দেখল রাক্ষসী রানী চলে যাচ্ছে, লাফ দিয়ে সে রাক্ষসীকে ধরতে গেল আর প্রায় সঙ্গে সঙ্গে বিকটও ব্যাঙ্গমার উপর ঝাপিয়ে পড়ে, ব্যাঙ্গমা বিকটকে সুদ্ধু রাক্ষসী রানীর হাত চেপে ধরে একটা টান মারে, রাক্ষসী একটু বেসামাল হলে ব্যাঙ্গমা বিকটকে ধরে ফেলে, বিকটকে আছাড় মারতে যাবে এমন সময় ব্যাঙ্গমা নীলকমলকে দেখতে পায়। বিকটকে ছুঁড়ে ফেলে ব্যাঙ্গমা একটু অসাবধান হয়, নীলকমলকে ইশারায় ব্যাঙ্গমা তার পিঠে চড়ে বসতে বলে আর ঠিক সেইসময় রাক্ষসী ব্যাঙ্গমার দৃষ্টি অনুসরণ করে নীলকমলকে দেখে ফেলে আর সঙ্গে সঙ্গে প্রচন্ড ক্ষিপ্রতায় রাক্ষসী ব্যাঙ্গমার বুকের নীচে এক তীক্ষ্ণ শূল বিধিয়ে দেয় নীলচে গরম রক্ত ছিটকে পড়ে মাটিতে তারসাথে ব্যাঙ্গমার আর্ত চিৎকার। ব্যাঙ্গমী বাকি রাক্ষসদের সাথে লড়াই করছিল সে ঘাড় ঘুরিয়ে দেখল রাক্ষসীর শুল ব্যাঙ্গমার বুকে বিঁধে আছে, পলকের ব্যবধানে ব্যাঙ্গমীর চোখমুখ পালটে গেল প্রবল চিৎকারের সাথে তার মুখ থেকে কালছে বেগুনী রঙ্গের আগুন বেরিয়ে এল, সামনের রাক্ষসরা প্রায় ছাই হয়ে গেল, দুর্ধর্ষ আর ক্রুরবুদ্ধি দিশেহারা হয়ে গেল, ব্যাঙ্গমা সুযোগ বুঝে রাক্ষসীর অন্য হাতে এক ঝতকা মারল আর তাতে লালকমলের দেহটা রাক্ষসীর হাত থেকে ছিটকে গেল। ব্যাঙ্গমী আর একবার বেগুনী আগুনের ঝলকে সবার চোখে ধাঁ ধাঁ লাগিয়ে দিল আর তারমধ্যে ব্যাঙ্গমা লালকমলকে একহাতে ধরে ল্যাজটাকে বারিয়ে দিয়ে নীলকমলকে তুলে নিয়ে উড়ান দিল। ব্যাঙ্গমী ওড়ার আগে এক সপাট থাপ্পড় মেরেদিল রাক্ষসী রানীকে। রাক্ষসী ব্যর্থ আক্রোশে নীলকমলের উদ্দেশ্যে এক বাঁধন মন্ত্র উচ্চারণ করে বসল। মন্ত্রের তরঙ্গ নীলকমলকে ছোঁয়া মাত্রই ব্যাঙ্গমা ব্যাঙ্গমী আকাশের মধ্যে এক অদৃশ্য দরজার ওপারে মিলিয়ে গেল।

সায়ক চক্রবর্তী।

Tuesday, May 21, 2019

রূপ দেখতে তরাস লাগে ২


)নীলকমল ত্রাতা
ক্রমে ক্রমে আঠারো মাস কেটে গেল, রাজার ছেলেদের অন্নপ্রাশনের সময় উপস্থিত রাজা এই দুবছরে বুড়িয়েছেন ঢের, রাজা নরকে যাবেন না কিন্তু তিনি সন্ত্রস্ত সব সময় রাজ্যে সুখ ছিলনা, সুখ এল কিন্তু শান্তি চলে গেল
অন্নপ্রাশনের দিন সকাল বেলা রাজদ্বারে, চার মূর্তিমান কে দেখা গেল, এক বুড়ো তার তিন স্যাঙ্গাত, চারজনেই কালো, চারজনই বিশালদেহী, চারজনকে দেখলেই ভয় লাগে রাজদরবারে এসে বৃদ্ধ হাসিমুখে রাজাকে অভিবাদন জানিয়ে বললেন, তিনি ছোটরানীর বাবা, এরা তিন জন- দুর্ধর্ষ, বিকট আর অতিকায়, রাজার শ্বশুরের খাস লোক রাজার শ্বশুরের নাম ক্রূরবুদ্ধি, -তো তারা থেকে গেল রাজ অতিথি হিসাবে রাজার রগের একগোছা চুল গোড়া থেকে পেকে উঠল
ছেলেদের অন্নপ্রাশন হয়ে গেল, রাজা দেখলেন তার শ্বশুর ঘুরে ঘুরে রাজ্য দেখে, রাজ্যে ছোট খাটো অভাব অভিযোগ বাড়তে লাগল রাজা ভাবেন প্রতিকার করবেন কিন্তু তিন মুর্তিমান যমদূত আর ছোট রানীর রক্তচক্ষুকে উপেক্ষা করতে পারেন না রাজা দেখেন প্রধানমন্ত্রী সবসময় চিন্তিত, সেনাপতি সেনা বিদ্রোহের ইঙ্গিত দিচ্ছেন, ব্যবসায়ীরা মুখে বলতে পারছেন না কিন্তু রাজার শ্বশুরের তিন দানবের অত্যাচারে তারা অতিষ্ঠ, কৃতজ্ঞতা বশে তারা পড়ে আছেন এই রাজ্যে
একদিন রাতে রাজার ঘুম গেল ছুটে ছাদে হাসনুহানা ফুটেছে, রাজা গেলেন, যদি মন ভালো হয় তাতে শুকলেন গন্ধ, তবু গেলনা ধন্দ দীর্ঘশ্বাস ফেলে প্রশ্ন করলেন রাজা অন্ধকারে, কে বাঁচাবে আমায়? অস্ফুটে রাজা শুনলেন নাম- নীলকমল! কে? কে করে তামাশা? রাজার ভয়ার্ত জিজ্ঞাসা রাজা ছাড়া কেউ নেই ছাদে নীচে নেমে এলেন রাজা, মনে পড়ল নীলকমলের মুখ, গভীর উজ্জ্বল চোখ, লালকমলের মত কৌতূহলী, উচ্ছাসপ্রিয় নয় নীলকমলের চলন বলন শান্ত, লালকমলের সাথে তার খুব ভাব নীলকমল লালকমলের চেয়ে ২ঘন্টার ছোট, তবু যেন নীলকমলই বড় রাজার ঘুম চলে এল
পরদিন রাজা লুকিয়ে দেখতে থাকেন নীলকমলকে, কি যেন এক অব্যক্ত ভাব আছে ছেলেটার মধ্যে, লালকমল ছাড়া আর কারো সাথে তেমন কথা বলেনা সে রাজা দেখেন বছরের নীলকমল অস্ত্রাগারে ঢুকল রাজা লুকিয়ে দেখতে থাকেন
নীলকমলকে আসতে দেখে রাজ অস্ত্রগুরু বললেন, আবার এসেছ বালক? বলেছিনা এখনও উপযুক্ত হওনি তুমি মাথা নীচু করে নীলকমল জবাব দেয়, 'আজ পারব আমি' কি জেদ! রাজগুরু মনে মনে প্রশংসা করলেও, মুখে রাজপুত্রের অহংকারের তিরষ্কার করেন নীলকমল বছরের জেদি হাতে একটা পূর্ন দৈর্ঘ্যের তলোয়ার ওঠানোর চেষ্টা করছে রাজার ইচ্ছা হল তিনি গিয়ে গুরুদেবকে বলেন পরীক্ষা নমনীয় করতে, কিন্তু দেখতে থাকলেন রাজগুরু হেসে বললেন, সময় হয়নি এখনও বালক... কথা শেষ হওয়ার আগে বালক নীলকমল তলোয়ার তুলে দাঁড়ালো রাজগুরুর সামনে, বলল, আপনি অস্ত্রশিক্ষা দেবেন আমায়? শেষ করতে পারলো না তলোয়ারের ভারে, জ্ঞান হারালো নীলকমল
রাজার সুপারিশ করতে হয়নি, রাজগুরু নিজেই দায়িত্ব নিয়ে নিলেন সেই অসীম সাহসী রাজপুত্রের অস্ত্রশিক্ষার দুই ভাই চরম আগ্রহে অস্ত্রশিক্ষা গ্রহণ করতে লাগল রাজা মাঝে মাঝে খবর নেন, লালকমল নিয়মমত শেখে, নীলকমল সব শিখে তার মতন প্রয়োগ করতে চায় লালকমল বছরে চার আঙ্গুল বাড়ে, নীলকমল বাড়ে আট আঙ্গুল লালকমলের বাড়ে আভিজাত্যের প্রকাশ, নীলকমল বাড়ে কঠিন, ঋজু, কঠোর, তার হাতে পায়ে, ঘাড়ের পেশীতে দুর্বারের ক্রমবিকাশ রাজগুরু একদিন রাজার কাছে আসেন, ততদিনে লাল, নীল দুই ভাই বারো বছর উত্তীর্ণ করে তেরোয় পা দিয়েছে রাজা দুই ভাইয়ের শিক্ষার খবর নিলেন, লালকমল দ্বৈরথে ধুরন্ধর হয়ে উঠেছে, কিন্তু নীলকমল.... রাজা অধীরে জিজ্ঞাসা করেন, নীলকমল কি? রাজগুরু উত্তর, 'সম্ভবত নীলকমল অপ্রতিরোধ্য'
রাজসভায় বসে থাকা ক্রুরবুদ্ধি সব শুনে বলেন, 'তাহলে এক প্রতিযোগিতার আয়োজন করা হোক, দেখুক সকলে রাজকুমারদের অস্ত্রকৌশল, ক্রীড়া দ্বৈরথ হোক' তিন দানব নিজেদের মধ্যে চোখ চাওয়া চাওয়ি করে নেয় রাজগুরু শুধান, কিন্তু প্রতিযোগী কই? রাজার শ্বশুর হেসে বলে, 'মহারাজ চাইলে, সে ব্যবস্থা আমি করে দেব' 
ঢ্যাঁড়া পিটিয়ে ঘোষণা করা হয়, অমুক দিনে, তমুক নির্ঘন্টে রাজকুমারদের অস্ত্রশিক্ষা প্রদর্শনী হবে এবং তারা ক্রীড়া দ্বৈরথে অংশ নেবেন
সেদিন রাতে নীলকমল তার মাতামহের ডাকে তার ঘরে গেল নীলকমল গত সাত বছরে অনেক বড় হয়ে গেছে, তার চাহুনি, শরীরের ভাষা এখন অন্যরকম, সে কোন কারণে তার মাতামহ এবং তার এই অনুচরদের সহ্য করতে পারেনা নীলকমলকে দেখে দুর্ধর্ষ বলে উঠল, 'বাঃ নাতি আপনার জোয়ান হয়ে উঠেছে তো, খামোকা দুধের ছোড়ার সাথে মিশছে আজ্ঞা করেন তো দলে ভিড়িয়ে নি, পরে তো ওকেই দেখভাল করতে হবে' ক্রুরবুদ্ধি কোন উত্তর না দেওয়ায়, অতিকায় বিরক্ত হয়ে বলল, 'আপনি এখনও দেখে শুনে যাচ্ছেন? এই তো রাজার ছিরি, আর কে রুখবে আমাদের, আমার আর এখানে থাকতে ইচ্ছা করছে না, বলুন আজ রাতেই নিকেশ করি সব?' ক্রুরবুদ্ধি হাত তুলে থামিয়ে বললেন, 'সব কিছুরই সময় আছে, আর হাতে গোনা 'দিন, অস্ত্র প্রতিযোগিতা টা হয়ে যাক' নীলকমল দাঁত চেপে, চোয়াল শক্ত করে শুনে যায় কথা গুলো ছোটরানী নীলকমলের মাথা চুমে বলেন, 'এই সিংহাসনে তুই বসলে তবে আমার আনন্দ, ওই সতীনের পুত তোর পথের কাঁটা, পারবিনা সরিয়ে দিতে?' নীলকমলের হাতে তার প্রিয় ছুরিটা ঝলকে উঠতে চাইছিল, ভিতর থেকে কিরকম একটা ডাক ছেড়ে এদের সবাইকে থামিয়ে দেওয়ার ইচ্ছা হচ্ছিল নীলকমলের ক্রুরবুদ্ধি বললেন, 'তোমায় প্রতিযোগিতার দিন কি করতে হবে শোনো' নীলকমল আর দাঁড়িয়ে থাকলে কি করে ফেলবে নিজেও জানেনা, মাথার শিরায় শিরায় যেন আগুন ছুটছে, বড়মার কাছে যেতে হবে এক্ষুনি, সেখানেই একটু শান্তি পায় নীলকমল আগুন চোখে মাতামহকে উত্তর দিল, 'আমি জানি কি করতে হবে' ক্ষিপ্র বেগে বেরিয়ে চলে গেল নীলকমল ক্রুরবুদ্ধির কপালে ছোট্ট ভাঁজ পড়ল
প্রতিযোগিতার দিন লালকমলের পড়নে নীলাভ পাড়ের শুভ্র বস্ত্র আর নীলকমল পড়েছে লাল পাড়ের কৃষ্ণ বস্ত্র দুজনে দুজনের অস্ত্র শিক্ষার নানা কৌশল দেখিয়ে মনোরঞ্জন করল রাজকুমারদের কেরামতি দেখবে বলে রাজ্যের লোক উপচে এসেছে এবার ক্রুরবুদ্ধি সেই ক্ষণের ঘোষণা করলেন, লালকমলের সাথে প্রতিযোগিতায় নামছে কুদর্শন নামে ক্রুরবুদ্ধির ছোটরানীর দেশের এক বীর, এর বীরত্বের ইতিহাস হল, একবার খালি হাতে দুখানা হিংস্র বাঘ মেরেছিল কুদর্শন লালকমলের চেয়ে আকারে আয়তনে বেশ বড়, লালকমল যুদ্ধ জানে কিন্তু কুদর্শন খালি তেড়ে এসে বুনো ষাঁড়ের মত ধাক্কা মারতে চায়, তরোয়ালের প্রক্ষেপ অনির্দিষ্ট, ক্রীড়ার মর্যাদা রক্ষা করতে অপারগ কুদর্শন লালকমল বিরক্ত, কুদর্শনের উদ্দেশ্য আক্রমণের, লালকমল প্রতিরোধ করে যাচ্ছে সরে সরে রাজগুরু বলতে চায়, নিয়মের লঙ্ঘন হচ্ছে কিন্তু তাকে আর দেখতে পাওয়া যাচ্ছেনা এদিকে কুদর্শন ক্রমাগত বিফল হচ্ছে আর ততোধিক গর্জনের সাথে তেড়ে তেড়ে আসছে লালকমল আবার একবার একটা বেপরোয়া চাল ঠেকিয়ে সরে দাঁড়ালো লালকমল গুরুকে দেখতে পেলনা, রাজা অসহায় ভাবে মাথা নীচু করে আছে, সে নীলকমলের দিকে তাকালো, দূর থেকে নির্দেশ এলো আঘাত হানার লালকমল অস্ত্রচালনা শিখেছে কিন্তু বেনিয়মের লড়াই শেখেনি দূরে দেখল কুদর্শন আবার উন্মত্ত রোষে ধেয়ে আসছে, লালকমল ভাবে অনেকক্ষন ধরে এই মারণ খেলা চলছে কিন্তু তবু এই দানবের দমের কোনো খামতি নেই লালকমল দেখল কুদর্শন দশ পা দুর থেকে বুকের রক্ষণ খুলে তার বিসদৃশ খড়্গ উন্মুক্ত করে নিল লালকমল সোজা হয়ে প্রতিরক্ষা করতে চাইলে ওর ভরবেগ সামলাতে পারবে না, সে সামান্য তেরছা হয়ে দাঁড়ালো, চোখের সোজা সরলরেখায় দেখল নীলকমল নীচু হয়ে অদৃশ্য তরবারি চালালো প্রতিপক্ষের পা লক্ষ্য করে পাঁচ পদক্ষেপের দূরে কুদর্শন, ঠিক তখনই যেন লালকমলের মাথায় বিদ্যুৎ চমকের মত খেলে যায় কিছু, চোখের ঠাহর হতেই দেখে কুদর্শনের তরবারি একহাত ব্যবধানে লালকমল লতানো গাছের মত হাঁটুর ভর আলগা করে দিল এবং মুহূর্তের ভগ্নাংশে ধারালো তরবারি ১৮০ কলায় ছুঁড়ে দিল কুদর্শন একটা হোঁচট খেয়ে গোড়ালির শিরায় ধারালো আঘাতে ছিটকে পড়ল মাটিতে লালকমল চোখ বন্ধ করেছিল বেশ কিছুক্ষণ, আবার ঘোষণার আওয়াজে সে বুঝল কুদর্শন পরাজিত লালকমল বুঝল চাপ রক্তের ছাপে কুদর্শন আর উঠতে পারেনি, দূরে নীলকমলের মুখে যেন হালকা হাসি স্পষ্ট
এরপর লালকমলের সাথে লড়তে এল অতিকায় যেমন নাম তেমনি চেহারা লালকমলকে অতিকায় এর সামনে, পর্বতের সামনে মুশিকের মত লাগছিল অতিকায় এর দুহাতে ভীষণ দুই তরবারি, সে দৌঁড়ায় না অতিকায় বিস্তীর্ন পদক্ষেপে লালকমলের সামনে চলে এল, মুখে যেন অদ্ভুত দানবীয় হাসি লালকমল ওর উদ্দেশ্য বুঝতে পারছেনা, তার তরোয়ালের ভার এবং ধার দুইই অতিকায়ের কাছে নগণ্য, তবুও লালকমল দক্ষিণাবর্তী হয়ে তরোয়াল চালালো অতিকায়ের অধোবক্ষ লক্ষ্য করে অক্লেশে অতিকায় সেই প্রক্ষেপকে প্রতিহত করল বিনা পরিশ্রমে আর তৎক্ষণাৎ ধেয়ে এল তার বাঁ হাতের তরোয়াল বিপুল বেগে লালকমল পাঁচ হাত ছিটকে গেল ঢাল শুদ্ধ সেই মার ঠেকিয়ে এই রকম চলল খানিক, লালকমল বুঝছে অতিকায় তাকে খেলিয়ে মারতে চাইছে অথচ তার নামে পরিকল্পিত হত্যার অভিযোগ উঠবে না লালকমল ছেড়ে যেতে পারে কিন্তু তাতে তার গুরুর, পিতার অমর্যাদা হবে লালকমল কাহিল হয়ে পড়েছে, অতিকায় তরোয়ালের হাতল দিয়ে লালকমলের কপালে আঘাত করে, লালকমল কপালে হাত দিয়ে বসে পড়ে, দরদর করে রক্ত পড়ছে অতিকায় হাত তুলে উল্লাস করছে আর একটা বা দুটো আঘাত হয়ত লালকমল সহ্য করতে পারবে অতিকায় অনির্দিষ্ট ভাবে পিছন থেকে একটা বাঁক নিয়ে তরোয়াল চালায় লালকমলকে লক্ষ্য করে, লালকমল ঢাল তুলে ঠেকাতে চাইলেও বাধা দেওয়ার মত জোর আর তার নেই নিষ্ঠুর হাসি মাখা অতিকায়ের চোখ, গোটা প্রাঙ্গণ নিস্তব্ধ মুহূর্তের ব্যবধানে এক ধাতব শব্দে সকলের সম্মোহন ভাঙল যেন, অতিকায়ের বাঁ হাত বাহু থেকে কেটে পড়ে আছে তরোয়াল সমেত কোথা থেকে কিকরে নীলকমল এল কে জানে প্রজারা জয়ধ্বনি দিতে ভুলে গেছিল কয়েক পলকের জন্য, তারপর গোটা প্রাঙ্গণ আলোড়িত হল, নীলকমলের নামে ক্রুরবুদ্ধি বিহ্বল, রাজা মাথা তুলে বসেছেন, তাঁর কানে বাজছে ‘নীলকমল তোমার রক্ষক, সে তোমার ত্রাতা’
অতিকায় কখনও ভাবেনি, এরকম হতে পারে, রক্ত পড়ে পড়ে প্রাঙ্গণ ভূমি লাল হয়ে গেছে, নীলকমল নিশ্চল, শুধু স্থির চোখে তাকালো অতিকায়ের দিকে অতিকায় ভীম বেগে ছুটলো নীলকমলের দিকে এক হাত নিয়ে নীলকমল স্থির দাঁড়িয়ে, ব্যবধান কমতে সে অদ্ভুত আক্রমণাত্মক ভঙ্গীতে অতিকায়ের দিকে ছুঁড়ে দিল তার ঢাল, অল্প গতি স্লথ হল তার কালক্ষেপ না করে প্রচন্ড জোরে নীলকমল ছুটল অতিকায়ের দিকে, স্লথ থেকে আবার বেগ নিতে যতটা সময় ঠিক ততটা, তার মধ্যে নীলকমল এক অদ্ভুত দক্ষতায় শরীর কুঁকড়ে নিয়ে লাফ দিল শূন্যে সামনের দিকে, পলক ফেলার আগে ধাবমান ঢালে সূক্ষ্ম পদ স্পর্শ তারপর সকলে দেখল মুন্ডহীন অতিকায় কাঁপতে কাঁপতে পড়ে গেল নিথরে
বিকট, আক্রোশে ছুটে যেতে চাইলে ক্রুরবুদ্ধি তাকে বাঁধা দিল নীলকমলের স্থির দৃষ্টি তার দিকে
ক্রমশ...

কুলের আচার ও পুরাতনী চিঠি

 মনে করুন, এভাবেই সময় চলছে... তাতে তো আর জীবন কাকু থেমে থাকবে না। এগিয়েই যাবে। মনে করুন এরকম ভাবেই ২০২৫ এর বসন্ত এসে গেছে, এভাবেই ঘরে বসে কা...