Friday, March 31, 2017

মনেহয়

প্রতিবার ঘুম থেকে উঠে,
প্রতিবার কাম সেরে উঠে...
মনেহয় আরো একটু বাকি।
প্রতিবার বিদায়ের আগে মনেহয়,
তোমায় আরো একটু ছুঁয়ে থাকি।
ঘন চুম্বন শেষে মনেহয়
আরো একটু আবেশে থাকি।
প্রতিবার কবিতার শেষে মনে হয়,
এটা থাক আর একবার অন্য একটা লিখি।

No comments:

Post a Comment

কুলের আচার ও পুরাতনী চিঠি

 মনে করুন, এভাবেই সময় চলছে... তাতে তো আর জীবন কাকু থেমে থাকবে না। এগিয়েই যাবে। মনে করুন এরকম ভাবেই ২০২৫ এর বসন্ত এসে গেছে, এভাবেই ঘরে বসে কা...